Tuesday, August 6, 2013

দ্য স্টোরি অফ লায়ন / লাইফ - এনিম্যাল প্লানেট

এইমাত্তর একটা খুব সুন্দর প্রোগ্রাম দেখলাম টিভিতে -
( দ্য স্টোরি অফ লায়ন  / লাইফ - এনিম্যাল প্লানেট )
আফ্রিকার মাসাইমারার জঙ্গলে এক গ্রীষ্মের শুরুতে একটা ছোট্ট সিংহ জন্মালো,
মা সিংহের দুধ খেয়ে, কচি কচি হরিনের মাংশ খেয়ে সে আসতে আসতে বড় হতে লাগলো, একটু বড় হতেই মায়ের লেজ বাবার কেশর কামড়ে, টেনে তার সে কি খেলা ...
এইভাবে দিন চলছিল বেশ !!
তারপর সিংহটি কিশোর হতেই পুরো পরিবারটা কেমন যেন পাল্টে গেলো !!
দলের রাজা মানে বাবা সিংহ তাকে ভয় দেখিয়ে, মেরে দল থেকে, বাসস্থান থেকে বহু দুরে তাড়িয়ে দিলো -
এরপর সিংহটা প্রায় একা একাই কিছু ছোট শিকার ধরে খেয়ে একবছর বেঁচে রইলো,
এবং আরো তেজি ও হিংস্র পুরুষ সিংহ হয়ে উঠলো আর খুব সহজেই জঙ্গলের এক অন্য বৃদ্ধ সিংহকে লড়াই তে হারিয়ে তার রাজ্যপাট, তার সিংহী দের কব্জা করলো -
কিছুদিনের মধ্যে শুরু হলো নতুন ঘর সংসার, একদিন কোনো দল থেকে বিতারিত সিংহটাই এখন নতুন একটা দলের রাজা ও সর্বময় কর্তা হযে সুখে দিন কাটাতে লাগলো -
এইভাবে তার অধীনে আফ্রিকার মাসাইমারার জঙ্গলে একের পর এক গ্রীষ্ম কাটে, বর্ষা নামে, বসন্ত আসে ...
আসতে আসতে সেই সিংহও বৃদ্ধ ও দুর্বল হয়ে পরে -
হঠাত একদিন অন্য একটি যুবক, তেজি ও হিংস্র পুরুষ সিংহ এসে তাকে লড়াইতে হারিয়ে দল থেকে তাড়িয়ে দেয় -
এরপর সে আবার একা হয়ে পরে, বৃদ্ধ ও দুর্বল তাই কোনদিন শিকার ধরতে পারে তো খাবার জোটে তো কোনদিন খেতেই পায় না - আসতে আসতে সে আরো রুগ্ন ও দুর্বল হয়ে পরে, ভালো চোখে দেখতে পারে না ...
আর একদিন ঠিক বসন্তের শেষ দিকে সে জঙ্গলের অনেক দুরের একটা ফাঁকা গুহায় এসে আশ্রয় নেয় -
কিছুদিন পর দেখা গেল গুহার মুখে অসংখ্য শকুন আর গুহার ভিতরে সেই মৃত সিংহের দেহবশেষ ...
আফ্রিকার মাসাইমারার জঙ্গলে তখন শুরু হতে চলেছে নতুন এক গ্রীষ্ম ...

No comments:

Post a Comment