Wednesday, April 25, 2012

গন্ধচুরি


দেশ জুড়ে হইচই, তোলপাড় কান্ড
চারপাশে ফুল আছে, নেই তার গন্ধ।
রুপ আছে, রং আছে, দেখতে কি খাসা
গন্ধ নেই, ফুল তার হারিযেছে ভাসা।
গাছে-গাছে বেল ফুল, জুঁই ফুল ফোটে
গন্ধ কই? বেমানান ভাল নয মোটে।
যেন রকমারি কাগজের মিছিমিছি ফুল
ভ্রমরাও ভুল করে ফোটায় না হুল। 
ছোট বড় সকলের চিন্তা ভারি
গন্ধ কোথা হারালো? কোথা তার বাড়ি?
কেও ডাকে পালোয়ান, কেও ডাকে বদ্যি
খবর গেল রাজার কাছে, কেঁপে ওঠে গদ্দি
রাজা শুনে ভ্যাবাচ্যাকা, ভেবে মাথা চুলকায়
রেগে গিয়ে প্রানপনে খুঁটে খুঁটে নোখ খায়
চিত্কার চেঁচামেচি, ডেকে আনে মন্ত্রী
কে এই গন্ধচোর? করো তারে বন্দি
শত শত সৈন্য রাত জেগে পাহারায়
চোর কে তবু কেও ধরিতে নাহি পায়
দিন কাটে, মাস কাটে ফুলে নেই গন্ধ
মন খারাপে রাজার নাওয়া খাওয়া বন্ধ 
সেই দেখে রাজার কুমার পক্ষীরাজে চড়ে
ফুলের বাগান পাহারা দিল হেতায় হোতায় ঘুরে 
চুপি চুপি ভোর রাতে ফুলপরী এসে 
ফুলের গন্ধ চুরি করে মিষ্টি করে হেসে
সোনারকাঠি, রুপোরকাঠি যেই না ছোঁয়ায় ফুলে 
গন্ধগুলো ফুসমন্তর অমনি যে যায় চলে
রাজার কুমার অবাক হয়ে, বলে ও ফুলপরী?
আমাদের ফুলের গন্ধ করছো কেন চুরি?
ফুলপরী রেগে বলে তোরা বড্ড পাজি
ফুলের মধ্যে গন্ধ আমি রাখতে নই আর রাজী
গাছের তোরা যত্ন নিস্‌না, ফুল বাসিসনা ভালো
কাগজ ফুলে ঘর সাজাস, তোদের মনগুলো সব কালো
রাজার কুমার কানটি ধরে বলে "আর হবে না ভুল"
মিষ্টিপরী ফিরিয়ে দাও আমাদের গন্ধমাখা ফুল
হেসে উঠে ফুলপরী বলে মনে রাখিস, যত্ন করিস ভাই
ফুলের মত সুন্দর এই ভুবনে আর যে কিছুই নাই
সোনার কাঠির পরশ দিয়ে গন্ধ দিলো ফুলে
বিদায় বন্ধু জানিয়ে ফুলপরী উড়ে গেল চলে 
স্বপ্ন দেখে রাজার কুমার ঘুম ভেঙ্গে হাসে
ফুলপরী যে তারই দিদি, ঘুমিয়ে আছে পাশে।




Monday, April 16, 2012

ভূমিকম্প ~ ও সংবাদ চ্যানেল

দুপুর থেকে আমাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল মুন আনন্দ দেখিয়ে যাচ্ছে যে, যে কোনো সাধারণ মানুষ ভুমিকম্পের সময় তার সরাসরি বিবরণ টেলিফোনের মাধ্যমে তাদেরকে জানাতে পারেন | ঠিক এইরকম সময় সংবাদ চ্যানেলের সঙ্গে ভূমিকম্প বিধ্বস্ত মানুষটির কথপোকথন কেমন হবে তার একটু নমুনা দিলাম...


সংবাদ চ্যানেলের উপস্থাপিকা (বেলা বোস) - নমস্কার, আজ আমরা কলকাতা ভুমিকম্পের উপর সরাসরি এই বিশেষ অনুষ্ঠানটি করছি | আমাদের চ্যানেল সর্বপ্রথম এই অনুষ্ঠানটি করছে, আমাদের সঙ্গে যোগাযোগের নম্বরটি হলো ২২৪৪১১৩৯


পু পু ... পু পু ...


আচ্ছা একটা ফোন এসেছে আমরা এবার ফোনটা নিয়ে নেব
হ্যালো নমস্কার, মুন আনন্দ...


(ফোনের উল্টো দিক থেকে ) সাধারণ মানুষ -  হ্যালো, হ্যালো... হ্যালো...


উপস্থাপিকা - হ্যালো বলুন শুনতে পাচ্ছি


সাধারণ মানুষ - হ্যালো দিদি নমস্কার, নমস্কার দিদি
হ্যালো দিদি, আমি বাপ্পা, নমস্কার দিদি


উপস্থাপিকা - হ্যা শুনতে পাচ্ছি, বলুন, আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটি বলবেন?


সাধারণ মানুষ - হ্যালো দিদি নমস্কার, আমি বাপ্পা মুখার্জী বলছি বরানগর থেকে
পু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু পুপু ...


উপস্থাপিকা - হ্যালো বাপ্পা বাবু আপনি আপনার টেলিফোনটি টিভি সেট থেকে দুরে রাখুন


সাধারণ মানুষ - হ্যালো দিদি আজ আমি খুব খুশী, সেই কবে থেকে আপনাকে নিয়ে তৈরী গান "বেলা বোস তুমি শুনতে কি পাচ্ছো?" আমার খুব প্রিয়
আর এখন আমি আপনার সাথে কথা বলছি আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না


উপস্থাপিকা -  আচ্ছা বাপ্পাবাবু আপনি আমাদের জানান ঠিক এখন আপনার চারপাশে ভুমিকম্পে কি হচ্ছে?


সাধারণ মানুষ - হ্যা এখানে খুব খারাপ অবস্থা, বাড়ি ঘর ভেঙ্গে পড়ছে, রাস্তায় ফাটল ধরেছে, সবাই বাড়ি ছেড়ে পালাচ্ছে...
এইমাত্র এইমাত্র আমার বউ এর ঘরটা ভেঙ্গে পড়ল


উপস্থাপিকা -  আপনি কোথায় আছেন?


সাধারণ মানুষ - আমি আমার ঘরে


উপস্থাপিকা - সেকি আপনার বউ আপনার ঘরে থাকে না?


সাধারণ মানুষ - না


উপস্থাপিকা - আপনার বউ এখন ঠিক আছেন?


সাধারণ মানুষ - হ্যা ওতো ঘর টা ভেঙ্গে পড়ার আগেই ওর পুরনো প্রেমিকের সঙ্গে স্কুটারে করে বেরিয়ে গেছে
যাহ... আমার ঘরের একটা দেয়ালও ভেঙ্গে পড়ল


উপস্থাপিকা - আপনি এই ব্যাপারে আমাদের কি বলতে চান?


সাধারণ মানুষ - আমি প্রতিবাদ জানাতে চাই, বাংলায় এসব চলবে না , ভূমিকম্প নিয়ে আমাদের বিধানসভায় আলাদা বিল পাস করা উচিত | আন্না হাজারেকেও এই ব্যাপারে  এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি | আমি আরোও বলতে চাই এই গম্বুজা সিমেন্ট কোম্পানি আমাকে ঠকিয়েছে ওরা টিভিতে সানি দেওয়ালকে দিয়ে বিজ্ঞাপন দেয় "এ গম্বুজা কি দীবার হে টুটেগা নেহি" কিন্তু আমার ঘর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ছে


উপস্থাপিকা - আপনি বলুন, আমরাই প্রথম  আপনার প্রতিবাদ সকলের কাছে পৌছে দিচ্ছি


সাধারণ মানুষ -  আমার আরো একটা দেওয়াল ভেঙ্গে পড়ছে, একি একি এটা তো আমার গায়ের উপর ভেঙ্গে পড়ছে
হ্যালো... হ্যালো...


উপস্থাপিকা - হ্যালো আপনি শুনতে পাচ্ছেন?


সাধারণ মানুষ -  হ্যালো আমি চাপা পড়লাম
পু পু ... পু পু ...পু পু ... পু পু ...পু পু ... পু পু ...


উপস্থাপিকা - খুবই দুক্ষের সাথে জানাচ্ছি বাপ্পাবাবু ভুমিকম্পে দেওয়াল চাপা পড়ে আর আমাদের মধ্যে নেই, ওনার আত্মার শান্তি কামনা করি


আমরাই সর্বপ্রথম আপনাদের কাছে দেখালাম কিভাবে বাপ্পাবাবুর এই ভুমিকম্পে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো, আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চিঠি দিয়ে জানান