Saturday, August 7, 2010

ABOL TABOL RAMAYAN





রামায়নের রামদাদা মস্ত বড় রাজা
প্রিয় খাবার ঝালমুড়ি আর তেলেভাজা
সীতা দিদি তার রানি লক্ষন তার ভাই
বীর হনুমান প্রিয় চেলা ভাবনা কিছুই নাই
রাম রাজা ভাল রাজা অযোধ্যাতে বাস
বিমাতার আব্দারেতে গেল বনবাস
সেথায় ছিল রাক্ষসদেশ লঙ্কাপুরী নাম
রাক্ষসরাজ রাবণ ছিল বেজায় বদনাম
সূর্পনখা রাবণের বোন সীতাকে গেল খেতে
ক্ষেপে গিয়ে লক্ষন তার নাকটি দিল কেটে
সেই রাগেতে রাবণ করে সীতা কিডন্যাপ
দুশ্চিন্তায় রাম পাগল লঙ্কার নেই ম্যাপ
হনুমানটা লাফিয়ে এসে ফ্যাকফেকিয়ে হাসে
ল্যাজের আগুন দিয়ে ব্যাটা লঙ্কা জ্বালিয়ে আসে
চারদিকে দামামা বাজে বুকটা দুরুদুরু
আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে যুদ্ধ হল শুরু
যুদ্ধে এসে রামদাদা কাটে রাবণের টিকি
তারপরে ঠিক কি যেন লিখেছিল  বাল্মীকি?
টিকি কেন কাটতে যাবে? ইয়ার্কি নাকিধুর!
স্বপ্নে দেখা রামায়নের পুরোটাই তো ফাঁকি

No comments:

Post a Comment